সচিবালয়ে আজ মঙ্গলবার দুপুরে অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওনাব) কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এসব কথা বলেন।
মোহাম্মদ আলী আরাফাত বলেন, গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা প্রয়োজন আছে। কিন্তু অপতথ্য সাংবাদিকতাকে নষ্ট করে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘৪২৬টি নিবন্ধিত অনলাইন আছে। অনিবন্ধিত, অবৈধ যেসব অনলাইন আছে, সেগুলো বন্ধের দাবি সাংবাদিকদের। সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা পদক্ষেপ নেব।’
এ সময় মোহাম্মদ এ আরাফাত বলেন, নিরাপত্তার জন্যই পয়লা বৈশাখের অনুষ্ঠান করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল।