নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন মাহমুদকে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তেজগাঁও থানার একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল শাহ। গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের আলী আহমেদ টুংকুর ছেলে। সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হুমায়ুন কবির জানান, আব্দুল্লাহর বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা এবং বিস্ফোরক আইনের দুটি মামলা রয়েছে। এসব মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে তাকে সিরাজগঞ্জে আনা হবে। শনিবার (১ মার্চ) তেজগাঁও থানার একটি বিস্ফোরক মামলায় তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।