“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি – নিজের ভূমি সুরতি রাখি” শ্লোগান নিয়ে নওগাঁর নিয়ামতপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। ২৫ মে রবিবার সকালে মেলা উপলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন র্যালি ও ভূমি মেলার উদ্বোধন করেন। এরপর বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমি মেলা উপলে জনসচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন। এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা শিা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, নিয়াামতপুর উপজেলা প্রেসকাবের সহ-সভাপতি আলমগীর মন্ডল প্রমুখ। সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম বলেন, তিনদিন ব্যাপী ভূমি মেলায় উপজেলার সকল নাগরিকবৃন্দ তাদের ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানসহ ভূমি কর, মিউটেশন, নামজারি ইত্যাদি সেবা গ্রহণ করতে পারবেন। এতে ভূমি অফিসের সাথে জনগণের দূরত্ব দূর হবে এবং সেবা প্রত্যাশীরা সহজে কোন ধরনের হয়রানি ছাড়াই তাদের কাংতি সেবা গ্রহণ করতে পারবেন।