নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির ল্েয খরিপ-১ মৌসুমে ুদ্র ও প্রান্তিক ৬ হাজার ৫২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন তিল ও উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (০৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সার ও বীজ করা হয়৷ উপজেলা কৃষি অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা সমবায় অফিসার রেজাউল করিম, উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, ভাবিচা ইউনিয়নের মহিলা মেম্বার আন্জুআরা বেগম প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ২০২৪-২৫ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা ৮ ইউনিয়নে ৬ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ৫ কেজি ও রাসায়নিক সার ডিএপি ১০ কেজি, এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়। এছাড়াও গ্রীষ্মকালীন তিল আবাদ উৎপাদন ও বৃদ্ধির ল্েয উপজেলায় ২০ জন ুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তিলের বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে বিতরণ করা হয়।