1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের সালথায় পানির অভাবে পাট নিয়ে সঙ্কটে চাষিরা, স্লুইচগেইট খুলে দেওয়ার দাবী মোংলায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম নকলায় চন্দ্রকোণা ইউনিয়ন কৃষকদলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন রাজাপুরে লটারির নামে জুয়া, মাইকিং করে চলছে টিকিট বিক্রি নন্দীগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকের দাফন সম্পন্ন কয়রায় চেয়ারম্যান মাহমুদের অপসারন ও শাস্তির দাবিতে বিএনপির মানববন্ধন আদমদিঘীতে জামায়াতের সমাজকর্মী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে সেপটিক ট্যাংকে পাওয়া গলিত মরদেহের পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ১ করেছে পিবিআই পলাশবাড়ীতে প্রভাবশালী একটি পরিবারের ভয়ে দিশেহারা কানাডা প্রবাসি দুই ভাইসহ এলাকাবাসী রামভদ্রপুর গ্রামে রোডস অন হাইওয়ে রাস্তা নির্মাণে অনিয়ম

নেত্রকোনা জেলায় বি.এন.পি,র কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

মো:মিনারুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

বি.এন.পির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তিন বার ভোটার বিহীন নির্বাচন করে উন্নয়নের নামে মহা লুটপাট করে দেশকে দেওলিয়া করে দিয়েছে। বিএনপিকে ধ্বংস করতে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফরমায়েশি সাজার মাধ্যমে ২৫ মাস জেল খাটিয়েছে।

তিনি বলেন,  বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, জেল জুলুম হুলিয়া, অত্যাচার নির্যাতন, গুম, খুন, অপহরণ করে আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করেছে। জুলাই আগস্টে ছাত্রজনতা অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারকে উৎখাত করে। প্রতিহিংসার রাজনীতির কারনে খুনি হাসিনা বেগম খালেদা জিয়াকে স্বামীর স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ী থেকে বের করে দিয়েছিল, তার অপকর্মের কারনে ছাত্র জনতা হাসিনাকে দেশ ছাড়া করে দিয়েছে। তিনি আরো বলেন, ভারতের ৫৫ ভাগ মানুষ খুনি হাসিনাকে তাদের দেশে দেখতে চায় না। খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বাংলার মাটিতেই বিচার করা হবে। তিনি তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের জন্য দলীয় নেতাকর্মীদের মাঠ পর্যায়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান। তিনি অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্ট হাসিনা ও তাদের দোসরদের নানা ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় জেলায় জেলায় সমাবেশের অংশ হিসাবে সোমবার দুপুরে পুরাতন কালেক্টরেট মাঠে নেত্রকোণা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এর সভাপতিত্বে সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহীন, অধ্যক্ষ রাবেয়া আলী, জেলা বিএনপি সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এস এম মনিরুজ্জামান দুদু। আরও ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা কৃষক দলের সভাপতি মো. সালাহ্উদ্দিন খান মিল্কী, নেত্রকোণা পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল খায়ের, মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েল, পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আলম তালুকদার, নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খান খোকন, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রোকসানা কানিজ চৌধুরী পলমল, জেলা ছাত্রদলের  ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com