1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
লালপুরে শ্রী শ্রী মহাশ্মশান কালী মন্দিরের প্রতিমা ভাংচুর বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থী ২ জনের বাড়ি টাঙ্গাইলে ময়মনসিংহ বিভাগকে আমরা একটা আদর্শ নগরে পরিণত করতে চাই- মোখতার আহমেদ ফরিদপুরে বাসস্ট্যান্ড দখল ও নির্বাচন নিয়ে সংঘর্ষ কয়রায় নবনিযুক্ত ইউএনও মোঃ আব্দুল্লাহ আল বাকীর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ময়মনসিংহ বর্ডার গার্ড সপ্রাবিতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে ‘মা সমাবেশ ও বৃক্ষ রোপন করলেন ইউএনও-টিও সোনাগাজীতে পাইপগান সহ একজন গ্রেফতার পঞ্চগড় পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের নিরাপত্তা প্রহরীর কক্ষে মিলল বিপুল পরিমাণ দেশীয় মদ, আটক এক পঞ্চগড়ের নেসকোর সাবেক নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ শালিখাতে ভন্ড ইমামের কারণে ঘর ভাঙলোএক প্রবাসীর। তিন সন্তান রেখে অজানার উদ্দেশ্যে বাড়ি ছেড়েছে প্রবাসী রজিবুলের স্ত্রী মুন্নি খাতুন

পঞ্চগড় জেলা জজ আদালতে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন: বিচারপ্রার্থীদের জন্য আধুনিক বিশ্রামাগার

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
সোমবার (২১ জুলাই) পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ‘ন্যায়কুঞ্জ’ নামে একটি আধুনিক বিশ্রামাগারের উদ্বোধন করা হয়েছে। হাইকোর্ট বিভাগের বিচারপতি কে. এম. হাফিজুল আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিচারপ্রার্থীদের জন্য নির্মিত এই ন্যায়কুঞ্জে রয়েছে নারী-পুরুষের জন্য পৃথক উন্নতমানের ওয়াশরুম, মাতৃদুগ্ধ পানকেন্দ্র, কনফেকশনারি শপ ও পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা। এতে করে আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীরা আরামদায়ক পরিবেশে অপেক্ষা করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মোহাঃ ইমদাদুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মাসুদ পারভেজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস.এম. রেজাউল বারী ও মোঃ কামরুজ্জামান, জেলা লিগ্যাল এইড অফিসার লিমেন্ট রায়, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাজিদুর রহমান, সরকারি কৌঁসুলি মোঃ আব্দুল বারী, স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোঃ জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, আইনজীবী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বিচারপতি কে. এম. হাফিজুল আলম বলেন, “বিচারপ্রার্থীদের আদালত প্রাঙ্গণে অবস্থানকালে স্বস্তি ও তথ্য সহায়তা দেওয়ার জন্য ‘ন্যায়কুঞ্জ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তথ্য ও সেবা কেন্দ্র থেকে তারা প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন এবং জেলা লিগ্যাল এইড অফিস থেকেও সেবা পাবেন।”
জেলার পাবলিক প্রসিকিউটর মোঃ আদম সুফি বলেন, “ন্যায়কুঞ্জ বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য তিনি সুপ্রিম কোর্ট প্রশাসনকে ধন্যবাদ জানান।”
জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ মাহবুব-উল-হোসেন বলেন, “ন্যায়কুঞ্জ ন্যায়বিচারের প্রতীক। এটি শুধু বিশ্রামের জায়গা নয়, বরং এটি বিচার প্রার্থীদের জন্য সম্মানের জায়গা।”
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিচারপতির পক্ষে জেলা ও দায়রা জজ মোহাঃ ইমদাদুল হক উদ্বোধনী নামফলক উন্মোচন করেন এবং আদালত চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।
এমন একটি উদ্যোগ আদালতে আগত সাধারণ মানুষের জন্য প্রশংসনীয় এবং সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com