পটিয়ার হাবিলাসদ্বীপে অসহায় বিধবা নারীকে সুদের টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে একালাবাসীর প্রতিবাদসমাবেশে মানববন্ধন আজ ১৯ এপ্রিল শনিবার বিকাল পাচঁটায় হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় অনুষ্টিত হয়।উপস্হিত এলাকার সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায়, গত আট বছর আগে অসহায় গরীব বিধবা নারী পান্ন আচার্য একই গ্রামের হাবিলাসদ্বীপ এর অবৈধ সুধী ব্যবসায়ী নারীলিপ্সু সজল কান্তি দে এর থেকে স্বামীর চিকিসাৎর জন্য ১২০০ বারো হাজার টাকা সুদে নেন।শর্ত ছিলো আসল টাকা পড়ে দিলেও বারো হাজার টাকায় সুদ হিসেবে প্রতিমাসে ২০০ দুই হাজার টাকা দশ তারিখের মধ্য পরিশোধ করতে বাধ্য থাকবে মর্মে সজল কান্তি ঐ মহিলার কাজ থেকে একটি অলিখিত স্বাক্ষর করা ব্যাংক চেক ও একটি অলিখিত তিনশো টাকা দামের স্ট্যাম্প নেন।এরমধ্যে অসহায় মহিলার স্বামী মৃত্যু হলে,মহিলা টি একটি শারীরিক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে একেবারে অসহায় হয়ে যায়। এবং টাকা সুদেআসল কোনটা দেওয়ার সামর্থ হারিয়ে মানবেতর জীবন যাবন করছে।এই সুযোগে সুদখোর সজল কান্তি দে প্রতিনিয়ত অসহায় বিধবা গরীর হতদরিদ্র মহিলা ঘরে গিয়ে টাকার জন্য বিরক্ত করতে লাগে বারবার।অসহায় মহিলা টাকা দিতে অপারকতা জানলে সজন কান্তি দে এক পর্যায়ে ঐ পান্ন আচার্য কে কুপ্রস্তাব দেন বারবার।এতে পান্না আচার্য রাজি না হওয়ায় সজল ক্ষিপ্ত হয়ে বিধবা দরিদ্র অসহায় মহিলার থেকে স্বাক্ষর করা অলিখিত চেক নিজের হাতে চারলক্ষ টাকা বসিয়ে লিখে এবং স্বাক্ষর করা অলিখিত স্ট্যাম্প মুন্সি দিয়ে নিজের ইচ্ছে মতো করে লিখে পান্না আচার্যের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মূলত চেক ডিস আনার মালমার নোটিশ গোপন করে মামলা ওয়ার্ন্ড করে দিয়ে সজল কান্তি দে নিজে ঘরে গিয়ে পুলিশের হাতে তুলে দেন সজল।বর্তমানে ঐ মহিলা পান্না আচার্য কারাগারে রয়েছেন।এই ঘটনায় হাবিলাসদ্বীপ ইউনিয়নের সচেতন জনগণ ক্ষোভে ফেটে পড়ে। তারই পরিপ্রেক্ষিতে আজ অবৈধ সুদী ব্যবসায়ী নারীলিপ্সু কাপুরুষ সজল কান্তি দে এর শাস্তির দাবিতে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে ও কাপুরুষ সজল কান্তি দে এর শাস্তির দাবিতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিয়ে আমি সরাসরি সহজ কান্তি দে এর সাথে কয়েক বার কথা বলার চেষ্টা করেছি,কিন্তু সে কিছুতেই আমাদের সাথে কথা বলতে রাজি হয়নি। আবার সজল কান্তি দে এর ব্যক্তিগত মোবাইল নাম্বারে বের কয়েকবার ফোন দিয়েছি, রিংটোন বাজা মাত্রই উনি মোবাইল রিসিভ না করে কেটে দিচ্ছে।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সাবেক ছাতনেতা হারুনুর রশিদ, সঞ্চালনা করেন তপন চৌধুরী,
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিবাদী বক্তব্য রাখেন সাংবাদিক হাসানুর জামান বাবু, সাবেক ছাত্রদল নেতা মোঃ,শওকত আলী, নজরুল ,আব্দুল্লাহ আল মুকিম ,মামুনুর রশিদ ,প্রদীপ আশ্চর্য ,কাজল নাত, টিবলু চৌধুরী, মনোজিৎ আশ্চর্য, রয়েল চৌধুরী প্রমূখ।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে হাবিলাসদ্বীপ ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
বক্তরা অবিলম্বে প্রতারক সজল কান্তি দে এর শাস্তি দাবি করেন এবং পান্না আচার্যের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্র মূলত মামলা প্রত্যাহারের ব্যাপারে চট্টগ্রামের সম্মানিত জেলা প্রশাসক পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন।