1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২১ মে ২০২৫, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে জোর করে জমি দখলে নিয়ে পরিবারকে ভূমিহীন করার পাঁয়তারা শিবগঞ্জে যৌতুকের ৫ লক্ষ টাকা না পেয়ে স্ত্রীকে মারপিট করে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা পদ্মা সেতু দক্ষিণে ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণা, রাজশাহীর আশিকুর গ্রেপ্তার জমির দলিলমূল্য ও রেজিস্ট্রেশনের আসছে বাজেটে বড় ধরনের পরিবর্তন খুলনার কয়রায় নদী থেকে বালু উত্তোলন, গুনতে হলো জ‌রিমানা গলাচিপায় সুদি কারবারীর টাকা পরিশোধ করতে না পেরে চিরকুট লিখে বই ব্যবসায়ীর আত্মহত্যা খুলনায় গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস কাউন্সিলের কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে দেশের প্রথম ‘স্টুডেন্টস হেলথ কার্ড’ জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ, বোর্ডের স্থগিতাদেশ ধামইরহাটে জনঅংশগ্রহণ মুলক উন্মুক্ত বাজেট ঘোষনা জাহানপুর ইউনিয়ন পরিষদের

পদ্মা সেতু দক্ষিন থানা এলাকায় খেলনা পিস্তলসহ ভুয়া র‍্যাব আটক

সুমন মুন্সী
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

পদ্মা সেতু দক্ষিন এলাকায় ভুয়া র‌্যাব পরিচয়ে অভিযান চালানোর সময় সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত এক ভুয়া র‍্যাব আটক করেছে হাইওয়ে পুলিশ। এসময় তার সাথে থাকা খেলনা পিস্তল-আইডি কার্ড উদ্ধার করা হয়। ২১ মে সকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ের পাচ্চর মোল্লা বাজার সংলগ্ন আন্ডারপাসের কাছে এ ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে পুলিশ নিয়মিত চেকপোস্ট ডিউটি চলাকালে একটি মাইক্রোবাসকে থামতে নির্দেশ দিলে গাড়ি থেকে নামেন এক ব্যক্তি। কোমরে পিস্তল ও হাতে ওয়াকি-টকি থাকা অবস্থায় তিনি নিজেকে র‌্যাব সদস্য পরিচয় দেন এবং জানান, তাদের গাড়িতে একজন আসামি রয়েছে। পরবর্তীতে তিনি পুলিশ সদস্যদের একটি র‌্যাবের পরিচয়পত্র প্রদর্শন করেন। তবে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে পুলিশ সদস্যরা পরিচয়পত্রটি যাচাই করতে শুরু করেন। প্রাথমিক পর্যবেক্ষণে তা ভুয়া মনে হলে তাকে আটক করার চেষ্টা করা হয়। এই অবস্থায় মাইক্রোবাসে থাকা অন্য পাঁচজন ব্যক্তি দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলে ফেলে যাওয়া ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক ব্যক্তি নাম মোঃ আশিকুর রহমান (৩২)। তিনি রাজশাহী জেলার তানোর থানার মালশিরা গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, সেনাবাহিনী থেকে তিনি পূর্বে বরখাস্ত হয়েছেন এবং বর্তমানে কোনো সরকারি বা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া মাইক্রোবাসে আরও পাঁচজন ব্যক্তি ছিলেন—জুয়েল (৩৮), ফরিদপুর; ড্রাইভার রাসেল (৪০); হাসান (২৮), মেহেরপুর; জাহাঙ্গীর (৩৫) এবং রফিকুল (২৮), যশোরের নোয়াপাড়া এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি ধাতব খেলনা পিস্তল, একটি ওয়াকি-টকি, দুটি ভুয়া আইডি কার্ড, একটি ঘড়ি, একটি মোবাইল ফোন এবং নগদ ৫,০০০ টাকা। আটককৃত আশিকুর রহমান বর্তমানে পদ্মা সেতু দক্ষিণ থানার হেফাজতে রয়েছেন। পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) নকিব আকরাম হোসেন বলেন,”একজন সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত ব্যক্তি ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা করছিল। পুলিশ সদস্যদের বুদ্ধিমত্তার কারণে তিনি ধরা পড়েন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com