বাংলাদেশ জামায়াতে ইসলামি সন্দ্বীপ শাখা সকালে এনাম নাহার মোড় থেকে মিছিল শুরু করে উপজেলা কমপ্লেক্সে গিয়ে শেষ করে। পরে কমপ্লেক্স গেইটে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদার। আলাউদ্দিন শিকদার বলেন দ্রব্যমূল্য বৃদ্ধি,সন্ত্রাসী এগুলো বন্ধ করতে হবে। সাধারন জনগণ শান্তিতে ঘুমাতে চাই,শান্তিতে জীবন পরিচালন করতে চাই। এছাড়াও আরও বক্তব রাখেন জামায়াতে ইসলামি সন্দ্বীপ উপজেলার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, সেক্রেটারী মাওলানা আবু তাহের,সহকারী সেক্রেটারী এ এস এম হালিম উল্লাহ,তথ্য ও প্রচার সম্পাদক সাহেদ খান,এবি কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইসমাইল হোসেন মিলু সহ অনেকে।