পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে ক্রয় বিক্রয় চলছে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা।
১৯ জুলাই (শনিবার) বিকাল টাঙ্গাইলের ঘাটাইল ও ভুয়াপুর উপজেলার মধ্যবর্তী স্থান শিয়ালকোল হাটে সরকারি নির্দেশনা অমান্য করে অবাধে ক্রয় বিক্রয় হচ্ছে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা। প্রশাসনের নজরদারি না থাকায় প্রতি শনিবার এই হাটে হাজার হাজার নিষিদ্ধ গাছের চারা বিক্রয় হচ্ছে যার ফলে পরিবেশ হুমকির মুখে পরছে।
গত ১৫ মে (বৃহস্পতিবার) বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ইউক্লিপটাস ও আকাশমনি গাছ স্থানীয় জীববৈচিত্রের জন্য হুমকি উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করে। এই গাছের পাতায় থাকা টক্সিন গোড়ায় পড়ে মাটিকে বিষাক্ত করে তোলে এছাড়া এ প্রজাতির গাছ মাটি থেকে অত্যাধিক পানি শোষণ করা মাটির আদ্রতা কমে যায় বলে এই আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশীয় জাতির ফলজ ও বনজ ঔষধি গাছের চারা রোপণ করে বনায়ন করতে নির্দেশনা প্রদান করা হয়।