রাজধানীর পুরানা পল্টনে মানিকগঞ্জ হাউসে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসকে সহায়তা ও উদ্ধার কাজের জন্য দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এতথ্য নিশ্চিত করা হয়েছে।এর আগে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটের দিকে মানিকগঞ্জ হাউসে আগুনের সূত্রপাতের খবর আসে। ওই খবরে ঘটনাস্থলে একে একে মোট ছয়টি ইউনিট পাঠানো হয়েছে।