মহান বিজয় দিবস উপলক্ষে উত্তর কাশিমপুরে মানবিক উদ্যোগ, প্রধান অতিথি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শতাধিক হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে উত্তর কাশিমপুর এলাকায় আয়োজিত এ মানবিক অনুষ্ঠানে এলাকার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম।
উত্তর কাশিমপুর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি এয়াকুব ফারুকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাস্টার ওবায়দুল হক ওয়াহিদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাঁচগাছিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবদুল ওয়াদুদসহ সমাজ কল্যাণ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের উচিত শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন। তারা উত্তর কাশিমপুর সমাজ কল্যাণ পরিষদের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপস্থিত শতাধিক হতদরিদ্র ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।