ওয়ার্ল্ড ভিশন পীরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ও সহযোগিতায় গবাদিপশুর ভ্যাকসিনেশন বিষয়ক দু’দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে । গত ১৫ ও ১৬ এপ্রিল (মঙ্গল ও বুধবার) উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে প্রশিক্ষণ হলরুমে বেকার যুবক-যুবতী বয়স্ক নারী পুরুষ ও ছোট খামারিরা অংশগ্রহণ করেন I প্রশিক্ষণে টিকার মেয়াদ কাল, ঠিকা পরিবহন কৌশল, কোন কোন গরু ছাগল ভেড়াকে কোন সময়ে টিকা প্রদান করতে হবে,গর্ভবতী গাভীকে কোন সময়ে টিকিয়া প্রদান করতে হবে সে সম্বন্ধে সম্মুখ জ্ঞানসহ টিকা ব্যবহারে বিভিন্ন কৌশল হাতে কলমে শিক্ষা প্রদান করা হয় । এপি ম্যানেজার ডায়মন্ড জেসপার ঘাগ্রার সভাপতিত্বে প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেনের সঞ্চালনায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম I এছাড়াও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুর কবির, এপির ইয়ং প্রফেশনাল কর্মকর্তা রওশন আনজুম নুরিন ও রকি পালমা ।