গাজীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদ জানিয়েছেন পিরুজালী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ও ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লাইজুদ্দিন।গাজীপুরে নাবালিকা ধর্ষণ চেষ্টার অভিযোগ নিয়ে দৈনিক জনতা পত্রিকায় ও দৈনিক আমাদের সংবাদ ও দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকায় যে খবর প্রকাশিত হয়েছে তা আদৌ সত্য নয় বলে জানিয়েছেন বিএনপি নেতা লাইজুদ্দিন ।
বুধবার ৯ জুলাই দৈনিক জনতা পত্রিকায় ও দৈনিক আমাদের সংবাদ ও দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকায় গাজীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগ” এই শিরোনামে একটি কাল্পনিক ও বানোয়াট সংবাদ পরিবেশিত হয় বলে তিনি জানিয়েছেন।
তিনি জানান, পত্রিকায় প্রকাশিত খবরে ধর্ষণের চেষ্টায় আমাকে জড়িয়ে একটি কুচক্র মহল তাদের স্বার্থ হাসিলের জন্য ষড়যন্ত্র করে । উল্লেখ করে যে সংবাদ প্রকাশিত হয় তা মিথ্যা ও বানোয়াট।
সাংবাদিকদের কে লাইজুদ্দিন জানান, সংবাদ প্রকাশ হওয়ায় আমার মান-সম্মান ক্ষুন্ন হয়েছে। এই বিষয় নিয়ে সংশ্লিষ্ট গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে আইনের আশ্রয় নেব।