নাটোরের বাগাতিপাড়া উপজেলার এক প্রতিবন্ধী যুবকের পাশে দাড়িয়েছেন লালপুর বাগাতিপাড়া আসনের জামাত মনোনীত এমপি পার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
বাগাতিপাড়া উপজেলার একজন প্রতিবন্ধী যুবকের হুইল চেয়ার না থাকায় হামাগুড়ি দিয়ে চলতে হতো।
তার এই অসহায়ত্বের খবর পেয়ে ছুটে যান জননেতা মাওলানা আবুল কালাম আজাদ, উপহার দেন একটি হুইল চেয়ার। হুইল চেয়ার পেয়ে খুবই আনন্দিত হন ও দোয়া করেন প্রতিবন্ধী অসহায় যুবক।মাওলানা আবুল কালাম আজাদ বলেন,আমরা জনগণের খাদেম হিসেবে পাশে থেকে খেদমত করতে চাই।