সারা দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে ফরিদপুরেও ৮ দফার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচীসহ অধ্যক্ষের রুমে প্রতিকী প্রতিবাদ সরুপ তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১ টায় শহরতলীর গঙ্গাবর্দীতে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট চত্বরে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। পরে অধ্যক্ষর রুমে প্রতিকী প্রতিবাদ করে শিক্ষার্থীরা। পরে তালা খুলে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। ৮ দফা দাবি সমুহ হলো- ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষার সুযোগ দিতে হবে, উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা হিসাবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সংকট দুর করতে হবে, এই শিক্ষাকে ডিএই এর অধিনস্থ থেকে সম্পুর্ন কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে, সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের কে মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে, উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকুরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। অবস্থান কর্মসূচী পালনকালে বক্তব্য রাখে মোঃ নাজমুল হোসাইন, তাওহিদুর রহমান, আনিকা আক্তার, আবু ইসা। শিক্ষার্থীরা জানায়, কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের অংশ হিসাবে দীর্ঘদিন যাবৎ আমরা ৮দফা দাবীর বিষয়ে কর্তৃপক্ষকে জানিয়ে আসছি। কিন্তু কোনো পদক্ষেপ গ্রহন না করায় সারাদেশের কৃষি ইন্সটিটিউটের শিক্ষার্থীরা এই কর্মসূচী পালিত হচ্ছে। অবিলম্বে আমাদের দাবী মেনে নেওয়া না হলে আরো কঠোর আন্দোলনের ঘোষনা দেওয়া হবে।