ফরিদপুরের শহর এলাকা টেপাখো বাজারে গরুর মাংস বিক্রি করে দিয়েছে মাংস ব্যাসায়িরা। জানা যায়, প্রশাসন গরুর মাংসের দাম নিধারন করে দিয়েছে এর প্রতিবাদে গরুর মাংস বিক্রি করা আপাতত বন্ধ করে দিয়েছে।
ফরিদপুর শহরের প্রান কেন্দ্র টেপাখোলা এলাকায় এ টেপাখোলা বাজারে রাস্তার দুই পাশে ৩ থেকে ৪ জন গরুর মাংস ব্যাবসায়ি এ ব্যাবসা করে আসছে দির্ঘবছর ধরে। হঠাৎ করে কয়েক দিন দরে মাংস বিক্রি করা বন্ধ করে দেয় তারা। প্রতি কেজি মাংস বিক্রি করতো সাড়ে সাত শত টাকায়।
এ বিষয়ে গরুর মাংস ব্যাবসায়ি মুছা জানান, প্রশাসন যে ধরে বাজারে মাংস বিক্রয় করতে বলেছে সে দামে গরুর মাংস বিক্রয় করলে আমাদের লস হয়।তাই কয়েক দিন ধরে মাংস বিক্রয় করৃ বন্ধ রেখেছি। তিনি আরো জানান, বতর্মানে বাজারে গরু আগের মতো পাওয়া যায় না। যাও পাওয়া যায় দাম অনেক। এ জন্য গরুর মাংস বিক্রি করা বন্ধ রেখেছি।