ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে আলহাজ্ব আবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এই সময় বক্তারা প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ ইউনুস কে ইসরাইলি পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কটের আহ্বান জানান। কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেলের সঞ্চালনায়, সভাপতি নাসির উদ্দিন রাকিবের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক কাউসার হামিদ সিকদার পিনু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন হোসেন, ফেনী জেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেবল হক পোদ্দার, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু তৈয়ব সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর, শামীম হোসেন,৫ নং মহামায়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুন্সি ওমর ফারুক, সহ-সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুন, সাবেক সদস্য শাহাদাত হোসেন সিকদার সহ আরো অনেকে।