পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদ মোরে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ ও সেক্রেটারি অধ্যক্ষ মোঃ জহিরুল হক সহ জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,যুদ্ধবিরতি বন্ধ থাকার পরেও পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের ঘুমন্ত মুসলমানের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে যুদ্ধ বিরতি ভঙ্গের দায়ে ইসরাইলকে জবাবদিহিতার মধ্যে আনার জন্য মুসলিম বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। সারা মুসলিম বিশ্ব থেকে ইসরায়লি পণ্য বয়কট করার জন্য বাংলাদেশ সহ সারা মুসলিম বিশ্বকে আহ্বান জানানো হয়। এ সময় জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে গাজার বর্বরোচিত হামলা ও গণহত্যা বন্ধের দাবি জানানো হয়। একই দাবিতে পিরোজপুর শহরে শুক্রবার সকাল ১০ টায় বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছে ইসলামী ছাত্র আন্দোলন পিরোজপুর জেলা। জেলা শহর ছাড়াও পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলাতে ও বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জামায়েত ইসলামী,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সর্বস্তরের ব্যানারে তৌহিদী মুসলমানগন।