ফুল, ফাইল ও কলম দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবীন শিক্ষার্থীদের বরণ করলো ফিজিক্যালি-চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)। বুধবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনে নবীনবরণের এ আয়োজন করেন পিডিএফ সদস্যরা।
এসময় পিডিএফ’র সভাপতি মাসুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পিডিএফ’র উপদেষ্টা ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. গোলাম কিবরিয়া, পিডিএফ এর উপদেষ্টা ড. মোকছিদুল হক, পিডিএফের সাবেক সভাপতি মোজাহিদ হাসান বাবু, সাবেক সভাপতি আশিকুর রহমান সোহাগ, সাবেক সভাপতি জালাল উদ্দীনসহ ক্লাবের অন্য সদস্য সদস্যরা।
পিডিএফ’র সাধারণ সম্পাদক জসিম রানার সঞ্চালনায় অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, তোমাদের ভিতরে অনেক যোগ্যতা আছে, তোমরা যদি সেগুলো ভালোভাবে ব্যবহার করতে পারো, তাহলে তোমরা অনেক দূর এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ে পাঁচটি বছর যদি তোমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারো, তাহলে আশা করি ভবিষ্যতে তোমরা অনেক ভালো করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টাসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন তোমাদের পাশে আছে।
পিডিএফ এর উপদেষ্টা ড. মোকছিদুল হক বলেন, আজকে যারা নবীন, তারা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এ বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছে। আপনারা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যুদ্ধ করে আজকে এখানে ভর্তি হয়েছেন। আপনারা আপনাদের সমস্যাগুলি কখনো লুকিয়ে রাখবেন না, প্রয়োজনে আপনার শত্রুর কাছে প্রকাশ করবেন। তাহলে অবশ্যই আপনাকে কোন পথ দেখিয়ে দিবে। আর নিজের মেধাকে সঠিক কাজে ব্যবহার করুন। আপনারা দেশের বোঝা নয়, দেশের সম্পদ।
এসময় প্রায় শতাধিক নবীন শিক্ষার্থীকে ফুল, ফাইল ও কলম দিয়ে বরণ করে নেন পিডিএফ সদস্যরা।
উল্লেখ্য, পিডিএফ প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ২০১০ সালে রাবিতে প্রতিষ্ঠা লাভ করে পিডিএফ। একই লক্ষ্যে ঢাবি, জাবি এবং জবিতেও কাজ করে যাচ্ছে সংগঠনটি।