সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করেন জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। এসময়
স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত উপজেলা প্রশাসন গড়তে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার।
শনিবার ( ৫জুলাই)দুপুরে উপজেলা মোড়ে অবস্থিত
ঐতিহ্যবাহী সংগঠন উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউএনও মাসুদ রানা।এসময় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বকশিগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।
ইউএনও মাসুদ রানা এসময় তার বক্তব্যে-উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং তথ্য প্রমাণসহ সংবাদ প্রকাশের আহবান জানান। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করণের মাধ্যমে উপজেলাকে একটি জনবান্ধব প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে সাংবাদিক, রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা জামায়াতের আমীর মো. শফিকুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, সাবেক অধ্যক্ষ হাসান বিন রফিক, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, উপজেলা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, মোয়াজ্জেম হোসেন হিলারী, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম।
এসময় বক্তারা বলেন, উপজেলা প্রেসক্লাবের সদস্যরা দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছে। ভবিষ্যতেও যেকোন ক্লান্তিলগ্নে জনস্বার্থে সাংবাদিকতা করার আহ্বান জানান। তারা গণমাধ্যমকে দেশের যে কোনো প্রয়োজনে সাহসী ভূমিকা রাখার অনুরোধ জানান। পরে নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে মোনাজাত অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা আরো বলেন, যোগদানের পর থেকেই বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। আমার দায়িত্ব পালনে কোন ভুল ত্রুটি হলে তা আপনারা নির্দ্বিধায় বলবেন। এছাড়া সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি সেগুলোর বিষয়ে দৃষ্টি দেবেন বলে আশ্বস্ত করেছেন। এছাড়াও উপজেলার বিভিন্ন উন্নয়নে ও পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনিও সাংবাদিকদের সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সুধীজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।