1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৬ জুলাই ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দুইদিন পর পানিতে ভেসে উঠলো মাদ্রাসা ছাত্রীর লাশ দুধকুমারের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মিরসরাইয়ে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার হার পাওয়ার প্রকল্পের প্রশিক্ষণ নিয়ে ল্যাপটপ পেলেন ২৫ তরুণী ফরিদপুরের শেখর ইউপির গরিবের চাল ডাল চেয়ারম্যানের পকেটে যাওয়ার অভিযোগ বৃষ্টি উপেক্ষা করে ইবি শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নওগাঁয় দীর্ঘ ২৫ দিনেও নেই কোন অগ্রগতি গৃহবধূ আত্নহত্যার প্ররোচনা মামলায় জামালপুরে যমুনা-ব্রহ্মপুএ নদীর পানি বৃদ্ধি পেয়ে ৭৭ সেন্টিমিটার বয়স্ক ভাতার টাকা আত্মসাতে অভিযোগে নগদ একাউন্ট আলহেরা এজেন্সি বাতিল তিস্তা ব্যারেজের বাঁধে ধস

বগুড়ার শাজাহানপুরে অংশে করতোয়া নদী পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে

ফাহিম মাহদি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে
মৃত প্রায় করতোয়া নদী বাঁচাতে আজ সকাল সোয়া ১১টায় উপজেলার চাঁচাইতারা ব্রিজ সংলগ্ন এলাকায় খনন কাজের উদ্বোধন করেন বগুড়া -৭ আসনের সংসদ সদস্য ডা. মোস্তফা আলম নান্নু।
৪৭ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে “বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় ও তৎসংলগ্ন এলাকায় করতোয়া নদী পুন :খনন ও ডান তীরে স্লোপ প্রটেকশন কাজ” শীর্ষক প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কাজটি বাস্তবায়ন করছে।
পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার।
বক্তব্য রাখেন শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোল (বাপা)’র বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু।
উপস্থিত অতিথিরা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দখল-দূষণে মৃত করতোয়া পুনরুজ্জীবিত হবে। পানি নিষ্কাশন ব্যবস্থা সচল হবে। এতে জলাবদ্ধতা থেকে শহরবাসি রক্ষা পাবে। স্লোপ প্রটেকশন কাজের ফলে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা প্রমাসকের ডাক বাংলো, জেলা কারাগার এবং বগুড়া মহিলা কলেজ ধ্বসে যাওয়ার ঝুঁকি থেকে রক্ষা পাবে। এছাড়া ওয়াকওয়ে, সিঁড়ি, বসার বেঞ্চ, ছাতা নির্মিত হলে করতোয়ার ডান তীর দৃষ্টি নন্দন হবে।
ইউপি সদস্য আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াদুদ মুকুল, আব্দুল মতিন মেম্বার, নেছার উদ্দিন, আব্দুল বারী মন্ডল, সাজু আহমেদ, আব্দুল মজিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক নাজমুল কাদির শিপন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com