বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মিথ্যা মামলায় জেলখানায় আটক এ টি এম আজহারুল ইসলামের মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা ও শহর জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক বিক্ষোভ মিছিল বিকেল ৩ টা ৩০ মিনিটে শহরের পৌরপার্ক শুরুহয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বগুড়া জেলা ও শহর জামায়াতের পক্ষথেকে জানানোহয় বগুড়া বাসি, বগুড়ার প্রশাসন ও মিছিল সুশৃংখল ভাবে বাস্তবায়নে বিভিন্ন বিভাগে যারা কষ্ট করে দায়িত্ব পালন করেছেন তাদের সকলকে জেলা ও শহর জামায়াতের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও মোবারক বাদ জানিয়েছেন। সেই সাথে মিছিল বাস্তবায়নে যারা বিভিন্নভাবে কথার মাধ্যমে আচরণের মাধ্যমে যান চলাচলে কষ্ট পেয়েছেন তাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।