(২২এপ্রিল মঙ্গলবার) বগুড়া গাবতলীতে গত ১৯ এপ্রিল শনিবার গাবতলী থানা অন্তগত দাড়াইলবাজারের ব্যবসায়ী মোহন মিয়া নিজ বিকাশ একাউন্ট থেকে সেন্ট ম্যানির মাধ্যমে দুপুর ১২ টায় ১০হাজার টাকা বিকাশে পাঠাতে গিয়ে একটি নাম্বার ভুল হওয়ার টাকা টি অন্যত্র চলে যায়। এরপর মোহন মিয়া যে নাম্বারে টাকা গিয়েছে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি টাকা দিতে অস্বীকার করেন। পরবর্তীতে গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হকের সাথে উক্ত ভুলে টাকা অন্যত্র চলে যাওয়ার ব্যাপারে বিস্তারিত ঘটনা বললে তিনি একটি লিখিত অভিযোগ দিতে বলে এবং ভুক্তভোগী থানায় যে নাম্বার টাকা গিয়েছে সে নাম্বারে একটি অভিযোগ দায়ের করিলে গাবতলী মডেল থানার জিডি নম্বর ৯১৭ তারিখ ১৯/৪/২০২৫ এন্টি করেন। পরবর্তীতে গাবতলীর নবাগত ওসি সেরাজুল হক তাৎক্ষণিক তিনি নিজেই প্রযুক্তির সহযোগিতার উক্ত ব্যক্তির পরিচয় সনাক্ত করে থানা পুলিশের সহযোগিতায় আজ ২১ এপ্রিল সোমবার ভুক্তভোগী মোহন মিয়াকে টাকা উদ্ধার করে হস্তান্তর করেন।
এব্যাপারে ওসি সেরাজুল হকের সাথে কথা বললে তিনি জানান ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পর তিনি তদন্ত করে দেখেন টাকাটি শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার ধীপুর গ্রামের একজনের কাছে গিয়েছে পরবর্তীতে উক্ত গোসাইরহাট থানায় অভিযোগের ব্যাপারে অবগত করলে তাদের সহযোগিতায় টাকাটি উদ্ধার করা হয়। এবং তিনি আরো জানান সেবাই পুলিশের ধর্ম, এরকম সমস্যা পড়লে, যে কোন ব্যাক্তি থানায় লিখিত অভিযোগ দিলে বা যেকোনো অপরাধের বিষয়ে তথ্য দিলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সেবা প্রদান করার।