কুমিল্লার মুরাদনগর উপজেলার,বাঙ্গরা বাজার থানাধীন ৪ নং পূর্বদূর পূর্ব ইউনিয়নের হিরাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মুরাদনগর বন্ধু পরিষদের উদ্যোগে ২০/০১/২০২৪ ইং (শনিবার) বিকাল ৩ ঘটিকায় শীত-বস্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।উক্ত, শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার এমপি (কুমিল্লা ৩,সংসদীয় আসন)মুরাদনগর।
মুরাদনগর বন্ধু পরিষদ একটি সামাজিক সেবামূলক সংগঠন।বন্ধুত্ব/মানবিকতা/সমাজকল্যাণ ও স্বেচ্ছাসেবা এই স্লোগানকে সামনে রেখে গত ০১/০১/২০২০ ইং থেকে শুরু করে সংগঠনটির পথযাত্রা।দীর্ঘ ৪ বছর যাবত সংগঠনটি মুরাদনগর উপজেলায় বিভিন্ন সেবা মূলক কার্যক্রম করে আসছে।তারই ধারাবাহিকতায় প্রতি বছরেরনেয় এবারও আলহাজ্ব আবুল হাসান (আহ্বায়ক,মুরাদনগর বন্ধু পরিষদের্) এর নেতৃত্বে ২০ জানুয়ারি ২০২৪ ইং রোজ শনিবার,হীরাপুর প্রথমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের শুরুতেই মুরাদনগর বন্ধু পরিষদের আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসান ও সংগঠনের পাঁচ-জন সদস্য এবং স্থানীয় আরও পাঁচ জন্ বিশেষ ব্যক্তিদেরকে নিয়ে এলাকার (১) অবকাঠামো,(২) স্বাস্থ্য,(৩) শিক্ষা ও (৪) সামাজিক উন্নয়ন এই চারটি বিষয় নিয়ে লিখিতভাবে প্রধান অতিথি আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার (এমপি) এর কাছে একটি স্মারকলিপি পেশ করেন।
কোরআন তিলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন,শুরুতে ১৫ নং নবী পুর পশ্চিম ইউনিয়ন পরিষদে মো:জাকির চেয়ারম্যান বলেন সারা বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে সেই জায়গায় মুরাদনগর উন্নয়ন থেকে বঞ্চিত তার সাথে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের পরিবার থেকে বঞ্চিত করেছে এজন কর্মী বান্ধব নেতা, সৃষ্টি করেছে দলীয় তৃণমূল নেতা কর্মীদের মাঝে দূরত্ব,যেই উপজেলার দলীয় নেতা কর্মীরা অসহায় হয়ে পরবে সেই উপজেলার উন্নয়ন কি ভাবে হবে সেই থেকে হিন্দু/মুসলিম দলমত নির্বিশেষে মুরাদনগর উপজেলার সর্বস্তরের জনগণ অপেক্ষায় প্রহর শুনতো পরিবর্তনর আর দলীয় নেতা কর্মীরা অপেক্ষায় ছিলো কর্মী বান্ধব নেতার,মুরাদনগরবাসি যার প্রতিফলন ঘটিয়েছে ৭ জানুয়ারি ২০২৪ ইং জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে মাটি ও মানুষের নেতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে।
কর্মী বান্ধব নেতা থাকলে মুরাদনগর উপজেলায় একজন’ই আছে আমার,আপনার,আমাদের সবার আর সে হলো আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার (এমপি),তার কাছে কিছু চাইতে হবে না শুধু এলাকার উন্নয়নে কোথায় কি করতে হবে দুই টাকা খরচ করে মোবাইলে ফোন দিয়ে সেই মেসজটি পৌঁছে দিবেন,ভয় পারবেননা হাজার বার ফোন দিতে হবেনা,ব্যস্ত না থাকলে দুইটি রিং হওয়ার সাথে সাথে আপনার ফোন রিসিভ করবেন।
মুরাদনগর বন্ধু পরিষদের পক্ষ থেকে লিখিত আকারে দেয়া স্মারকলিপি আমলে নিয়ে,উপস্থিত থাকা হীরাপুর বাসির উদ্দেশ্যে প্রধান অতিথি আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার (এমপি) বলেন আমি কথা দিলাম আপনাদের সকল দাবি এক-এক করে পূরণ করবো ইনশাআল্লাহ্।
আর আগামী ৩/৪ দিনের মধ্যে বন্ধু পরিষদের আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানের মাধ্যমে আমার সরকারি খুদ বরাদ্দ থেকে ৭ লাখ টাকার একটি অনুদান দিবে,সেটা দিয়ে আপনাদের লিখিত আকারে দেয়া কাজগুলোর মধ্যে ৭ লাখ টাকার মধ্যে যেটা করতে পারবেন সেটা দিয়ে শুরু করবেন।
যেহেতু আপনাদের ভালোবাসা ও দোয়া এবং কঠিন শ্রমের বিনিময়ে মহান সৃষ্টি কর্তা দীর্ঘ ৫ বছর আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছন সেহেতু বাকি গুলো পূরণ করার বাকি থাকবেনা ইনশাআল্লাহ্।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শীতবস্ত্র নিতে আসা উপজেলার দরিদ্র,অসহায় এবং গুচ্ছগ্রাম থেকে আশা ১০০ টি ভূমিহীন পরিবার সদস্য।
সবশেষে প্রধান অতিথি আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার (এমপি) অসহায় দরিদ্র মানুষেদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।