বরগুনার তালতলীতে শ্রমিকদের কাটতে থাকা গাছচাপায় শরীয়ত বিশ্বাস (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। এ সময় তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শরীয়ত বিশ্বাস একই এলাকার আলমগীর বিশ্বাসের ছেলে। তিনি এ বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানান, আলম প্যাদা নামের এক ব্যক্তি তার শ্রমিকদের দিয়ে মেশিনের মাধ্যমে গাছ কাটাচ্ছিলেন। ওই গাছে চাপা পড়ে মারা যান তিনি। গাছ কাটার সময় কোনো সতর্কতামূলক চিহ্ন বা সতর্ক সংকেত না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জালাল বলেন, থানা পুলিশ এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।