রাজশাহীর বাগমারায় এক মৎস্য ব্যবসায়ীর বিরুদ্ধে চাঁদা আদায়ের চেষ্টা এবং পরবর্তীতে তার যাতায়াতের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে যেমন তার ব্যবসায়িক কার্যক্রমে বিঘ্ন ঘটেছে, তেমনি ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও। ভুক্তভোগী মাহাতাব হোসেন ডালিম, বাগমারা উপজেলার ১১ নম্বর গণিপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি সরকারি নিয়ম মেনে প্রায় এক দশকের জন্য সাতটি পুকুর এবং আনুমানিক ১৪শ ফিট দৈর্ঘ্যের একটি রাস্তা লিজ নিয়েছেন এবং নিয়মিত খাজনাও পরিশোধ করে থাকেন। তবে তার অভিযোগ, সম্প্রতি কিছু প্রভাবশালী ব্যক্তি তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। তিনি চাঁদা না দিলে ওই ব্যক্তিরা তার পুকুরে যাওয়ার রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ ঘটনার প্রভাব পড়েছে শুধু মাহাতাব হোসেনের ওপর নয়, বরং রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের কৃষকরাও তাদের ফসলি জমিতে যাওয়া নিয়ে সমস্যার মুখে পড়েছেন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাহরিয়ার সুলতান বাবু দাবি করেছেন, তিনি তার ব্যক্তিগত জমিতে বেড়া দিয়েছেন। এছাড়াও তিনি বলেন, দীর্ঘদিন ধরে মাহাতাব হোসেন তার জমি জোরপূর্বক ব্যবহার করে আসছেন। আরেক অভিযুক্ত মো. আইয়ুব আলী মুঠোফোনে জানান, তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি নন। এ বিষয়ে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বাদীপক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসার চেষ্টা চলছে। রাস্তায় বেড়া দেওয়ার কারণে যেমন একজন ব্যবসায়ীর কার্যক্রম ব্যাহত হচ্ছে, তেমনি দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ কৃষকদেরও। এখন দেখার বিষয়, প্রশাসনের তদন্তে কী উঠে আসে।