গত ১৮ই ফেব্রুয়ারি(মঙ্গলবার) মোংলায় ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে গ্ৰেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে মোংলা উপজেলার মিঠাখালি ও পৌর শহর এলাকায় এ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী । তখন তাদের গ্ৰেফতার করা হয়।এ সময় তারা মোংলা পৌর (যুবলীগের সহ সম্পাদক) ১.মোঃ এমরান হাওলাদার, ও মিঠাখালি ইউনিয়নের আওয়ামিলীগের সাংস্কৃতিক সম্পাদক ২. ননী গোপাল তাফালী, এবং মিঠাখালী ইউনিয়নের গোয়ালিমেঠ এলাকার আ’লীগ কর্মী আয়তুল্লাহ শেখকে গ্ৰফতার করেন। পরবর্তীতে তাদেরকে বুধবার সকালে আদালতে প্রেরন করেন।