বাগেরহাটে একটি অলাভজনক হৃদরোগ হাসপাতাল প্রতিষ্ঠায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. চৌধুরী হাফিজুল আহসান। ইউনিভার্সিটি অব নেভাডার স্কুল অব মেডিসিনের ক্লিনিক্যাল প্রফেসর অব মেডিসিনের খ্যাতনামা এই অধ্যাপক গতকাল শুক্রবার (২৩ মে) বাগেরহাটের লতিফ মাস্টার ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আশ্বাস দেন। এদিন সকালে বাগেরহাটের কচুয়ায় অনুষ্ঠিত এই সাক্ষাতে হাজেরা খাতুন ফাউন্ডেশনের চলমান সাপ্তাহিক ফ্রি মেডিকেল ক্যাম্প, ভবিষ্যৎ পরিকল্পনা ও হৃদরোগ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। ফাউন্ডেশনের কার্যক্রমে মুগ্ধ হয়ে ডা. হাফিজুল আহসান ভবিষ্যতে ফ্রি হার্ট ক্যাম্পে সরাসরি অংশগ্রহণের ইচ্ছাও ব্যক্ত করেন। লতিফ মাস্টার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ সরকারের সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলু। বাগেরহাটের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই ফাউন্ডেশন ইতোমধ্যে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছে। সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রফিকুস সালেহী, জেলা বিএনপির নেতা খান মনির, সমাজসেবক মো. জাহিদুর ইসলাম, মেডিকেল ক্যাম্পের সমন্বয়কারী সাংবাদিক রুহুল আমিন বাবু, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, শিক্ষক মিফতা উদ্দীন, ছাত্রনেতা মো. সুমন, পল্লী চিকিৎসক শামিম ও সালমান হুসাইন।