বানারীপাড়ার বিশারকান্দি ও ইলুহার ইউনিয়নের সংযোগ ব্রীজ (তলতলা বাজার ব্রীজ) এর কাজে অনিয়মের অভিযোগ উঠেছে এক ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দীর্ঘদিন যাবৎ চলমান নির্মাণাধীন ব্রীজের কাজে নিম্নমানের নির্মান সামগ্রী ব্যাবহার করা হচ্ছে এবং কাজেও অনিয়মের অভিযোগ রয়েছে।তার পরিপেক্ষিতে স্থানীয় জনগন ৪/১/২০২৫ ইং, শনিবার, উক্ত নির্মাণাকাজের অনিয়মের বিরুদ্ধে কথা বলেন এবং জনসার্থে কাজটি সঠিকভাবে করার আহ্বান করেন। হঠাৎ ঘটনাস্থলে নাছির নামের এক পুলিশ সদস্যকে ঘটনা স্থলে উপস্থিত হন। তিনি (নাছির পুলিশ সদস্য )
যারা কাজের অনিয়মের বিরুদ্বে কথা বলেছেন, তাদের মাধ্যে এক আবুল কালাম মাঝি নামের এক স্থানীয় মুরব্বীকে শারীরিক ভাবে হেনস্থা করেন এবং জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে তাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন।কিন্তু স্থানীয় জনগনের তোপেরমুখে কালাম মাঝিকে ছেড়ে দিতে বাধ্য হয়।
ঘটনাটি বানারীপাড়া থানা ওসি মহোদয়কে অবগত করা হলে তিনি বলেন, থানায় না জানিয়ে ঐ পুলিশ সদস্য ঘটনাস্থলে একা আসেন,যা ওসি মহোদয় অবগত নয়।এবং তিনি আরো জানান বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।পরবর্তীতে জনগনের বাধায় কাজ বন্ধ থাকে এবং নিম্নমানের ইট ব্যাবহার করা ও কাজে অনিয়মের কথা স্বীকার করে নির্মাণ সংশ্লিষ্ট ব্যাক্তিরা।