1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নব নির্বাচিত জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা দেওয়া হয়েছে গলাচিপা উপজেলা বিএনপির পক্ষ থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু টেকনাফে টানা বর্ষণে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ জুলাই ভূমি অফিসের নতুন ভবন অন্যত্র নেয়ার প্রতিবাদে নেপালতলী বাসীর মানববন্ধন ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রধান ফেনীর ১৬ মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার উল্লাপাড়ায় জলমহাল ইজারায় দুর্নীতি, মৎস্য জীবি লীগের আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহর বিরুদ্ধে গুরুতর অভিযোগ কালিগঞ্জ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর অকাল মৃত্যুতে শোকাহত ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন জাতীয়তাবাদী যুবদল ফেনী শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভা

বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত: নেতাদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলাপাড়া উপজেলা, পৌরসভা, মহিপুর থানা এবং কুয়াকাটা পৌরশাখার যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুলাই) সকাল ১০টায় কলাপাড়া পৌরসভা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান, মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ। এছাড়াও উপজেলার চারটি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় উপস্থিত নেতারা তাদের ইউনিটের কর্মকাণ্ড, সংকট ও চ্যালেঞ্জ তুলে ধরেন। প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন বলেন, “সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ত্যাগী ও মাঠের নেতাকর্মীদের মূল্যায়ন করেই বিএনপিকে আরও সংগঠিত করতে হবে। আগামী দিনগুলোর আন্দোলন-সংগ্রামে মাঠের নেতৃত্বই হবে মূল চালিকা শক্তি।” তিনি দলের বর্তমান রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক পুনর্গঠন এবং আন্দোলনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন। সভা শেষে নেতারা ঐক্য, সততা ও দলীয় শৃঙ্খলা বজায় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com