বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে চলছে উঠান বৈঠক ও মহিলা সমাবেশ। এতে ওয়ার্ড ভিক্তিক নেতাকর্মীরা সংগঠিত হয়ে বিএনপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে কাজ করছেন তারা। গত ৬ মাসে নসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান এর নেতৃত্বে দলটির সাংগঠনিক শক্তি বেশ চাঙ্গা হয়ে উঠেছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারী) বিকালে তিনটায় উপজেলা হরিপুর ইউনিয়ন শাজাহান উচ্চ বিদ্যালয়ের মাঠে হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল মিয়ার ,সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী বিল্লাল মিয়ার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, প্রতিদিন বিএনপি ও সহযোগী সংগঠন বিভিন্ন উঠান বৈঠক ও সভা-সমাবেশ হচ্ছে। অতীতের তুলনায় বিএনপি অনেক শক্তিশালী ও সংগঠিত।
প্রতিনিয়তই এলাকার নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছি। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখন উজ্জীবিত। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে একেবারে তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন। আওয়ামীলীগ সরকার পরিবর্তনের পর আন্দোলন কর্মসুচির চাপ কমেছে। সেই সঙ্গে কমেছে মামলা-হামলার চাপ।একারণে অপেক্ষাকৃত স্বস্তিতে থাকলেও ক্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করছে বিএনপি। তাই দল গোছাতে বিভিন্ন সভা সমাবেশ করা হচ্ছে। ৫আগস্টের পর নাসিরনগর উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক এর উপরে সভা সমাবেশ করেন বিএনপি ও সহযোগী সংগঠন। প্রতিটি সভা সমাবেশে ধানের শীষের প্রচারণা ও গণসংযোগ করা হচ্ছে। নাসিরনগর উপজেলার ১৩ টি ইউনিয়ন এর মধ্যে ৯ টি ইউনিয়নের ৮১ টি ওয়ার্ড ভিক্তিক উঠান বৈঠক ও ৯ টি ইউনিয়ন সমাবেশ করেছেন উপজেলা বিএনপি।
উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগের এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি একে এম খালেদ,সহ-সভাপতি ইব্রাহিম ভুইঁয়া(রেনু),উপজেলা তাতীদলের আহবায়ক ও বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো: আব্বাস মিয়া
সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুল রহমান চৌধুরী,সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন,সাবেক চেয়ারম্যান আবুল হোসন,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ জামাল আহাম্মেদ,সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী,
নাসিরনগর সরকারি কলেজ শাখার ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ ইয়াসিন মিয়া,ছাত্রদল নেতা খায়রুল আলম সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।