দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার জামতলী থেকে গোলাপগঞ্জের এই ব্যস্ততম সড়কের পুলহাট বাজার সংলগ্ন কালভার্ট টি অর্ধেকের বেশী অংশ ভেঙ্গে গেছে। আর সেটির উপরে কাঠের তক্তা বসিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে নানা রকমের গাড়ী,ব্যস্ততম এই সড়কটি দিয়ে প্রতিদিন পথচারীর পাশাপাশি ধান-চাল ভুট্রা কাচাঁ তরিতরকারী সহ নানারকম পন্যবাহী যানবাহন যেমনঃ ট্রাক, পিকাপ, মহেন্দ্র, গরুবাহী নছিমন, ভ্যান,অটো মাইক্রোবাস চলাচল করে। কিন্তু ভাঙ্গা কালভার্টের কারণে পন্য পরিবহনে চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন পরিবহন চালক ও ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান ভাঙ্গা কালভার্টের জন্য এখানে প্রায়সই হচ্ছে দুর্ঘটনা, বিশেষ করে রাতের বেলা এই দুর্ঘটনা গুলো ঘটছে। কাঠের তক্তা দিয়ে ছোট ছোট পিকাপ ট্রাক গুলো ঝুকিঁ নিয়ে পার হলেও বড় ধরণের দুর্ঘটনার আশংকা রয়ে গেছে। ট্রাক সহ ভারী যানবাহন না চলায় বিপাকে পড়েছেন অত্র অঞ্চলের ভুট্রা ধানচাল ও কাচাঁমাল ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান বিকল্প রাস্তায় পন্য পরিবহন করতে গেলে তাদের খরচ বেড়ে যাচ্ছে। কালভার্টের নিকটস্থ দোকানদার পোলট্রি ব্যবসায়ী আঃ রাজ্জাক জানান, প্রায় একমাসেরও বেশী সময় ধরে কালভার্টটি ভেঙ্গে গেলেও কর্তৃপক্ষ কোন প্রকার ব্যবস্থা নেয়নি, তিনি বলেন, আমরা কালভার্টটির দ্রুত নির্মানের দাবী জানাই। বিভিন্ন যানবাহন মালিক ও পথচারীরা জানান কালভার্ট টি দ্রুত সংস্কার না হলে অচিরেই জামতলী – গোলাপগঞ্জ রাস্তাটির যোগাযোগ সম্পূর্ণরুপে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাই এটির সংস্কার অতীব জরুরী হয়ে পড়েছে। তারা বলেন,আমরা আশা করছি কর্তৃপক্ষ দ্রুত এটি সংস্কারের ব্যবস্থা গ্রহন করবেন। এ বিষয়ে জানতে চাইলে বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী জিবরীল আহাম্মদ বলেন পরিদর্শন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।