বরগুনার বেতাগীতে বাংলাদেশে তৃণমূল অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু শাসনকে শক্তিশালী করা (এসসিজিজিপি) প্রকল্পের ধারণ, লক্ষ্য, উদ্দেশ্য, পদ্ধতি এবং বাস্তবায়ণের কার্যক্রম সম্পর্কে গণমাধ্যম প্রতিনিধিদের করণী নির্ধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল দশটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জ্যেষ্ঠ সাংবাদিক, সাপ্তাহিক বিষখালী পত্রিকার সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী’র সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তিতা করেন, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি আকন্দ শফিকুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি সাইদুল ইসলাম মন্টু, যায়যায়দিন প্রতিনিধি শামীম সিকদার, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মো: কামাল হোসেন খান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মো: শাহাদাত হোসেন মুন্না, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মহসীন খান, দৈনিক আমার দেশ প্রতিনিধি মিজানুর রহমান ডব্লিউ, দৈনিক ভোরের আলো প্রতিনিধি মো: নেছার উদ্দিন খান, কালের কন্ঠ প্রতিনিধি স্বপন কুমার ঢালী, বাংলাদেশ বেতারের প্রতিনিধি আরিফুর রহমান খান, সংবাদ প্রতিনিধি লিটন কুমার ঢালী, দৈনিক মানবজমিন প্রতিনিধি হোসেন সিপাহী, দৈনিক রূপালী বাংলাদেশ প্রতিনিধি মো: জসিম উদ্দিন, আমাদের সময় এর প্রতিনিধি সজল মাহমুদসহ আরো অনেকে। এছাড়া ওয়েভ ফাউন্ডেশনের এসসিজিজিপি প্রকল্প সমন্বয়কারী মাসুক মুক্তাদির, প্রকল্প কর্মকর্তা মো: মহিউদ্দিন প্রকল্প, এসসিজিজিপি প্রকল্পের কমিউনিটি মবিলাইজেশন অফিসার মোঃ সাইফুল ইসলাম সুমনবক্তব্য রাখেন। সভায় বাংলাদেশে তৃণমূল অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু শাসনকে শক্তিশালী করা (SCGGP) প্রকল্পের ধারণা, লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন পদ্ধতি তুলে ধরা হয়। এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধি, অভিযোজন সক্ষমতা উন্নয়ন এবং অংশগ্রহণমূলক পরিকল্পনার মাধ্যমে টেকসই জলবায়ু নীতিমালা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বেতাগীর প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার দায়িত্বশীল প্রতিনিধিরা। সভায় আলোচকরা বলেন, গণমাধ্যম প্রতিনিধিরা সমাজের সচেতনতার দর্পণ হিসেবে কাজ করেন। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে তৃণমূল পর্যায়ে তথ্য ছড়িয়ে দেওয়া, জনগণকে সচেতন করা, প্রকল্পের কার্যক্রমের গতি ত্বরান্বিত করা এবং নীতিনির্ধারকদের কাছে বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। বক্তারা আরও বলেন, সাংবাদিকরা চাইলে জলবায়ু নীতিমালাকে জনগণের দাবি হিসেবে তুলে ধরতে পারেন। তৃণমূলে জলবায়ু অভিযোজন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, তা গণমাধ্যমের নজরদারি ও প্রতিবেদন থেকেই সবচেয়ে কার্যকরভাবে প্রকাশ পেতে পারে। সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গৃহীত প্রকল্পগুলোর কার্যকারিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করার লক্ষ্যে গণমাধ্যমের করণীয় বিষয়ে মতবিনিময় হয়। অংশগ্রহণকারীরা জলবায়ু সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু সংবেদনশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।