বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। ( বেরোবিতে) আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করেছেন প্রফেসর ড. মুহাম্মদ শওকত আলী (মাননীয় উপাচার্য, বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর)। বৃহস্পতিবার (১৫ মে ২০২৫)সকাল ১১ টা ৩০ মিনিটে সেন্ট্রাল মাঠে অনুষ্ঠিত হয় শুভ উদ্বোধন অনুষ্ঠান। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড.মোঃ শওকত আলী (মাননীয় উপাচার্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর), সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মো: সিদ্দিকুর রহমান (পরিচালক শারীরিক শিক্ষা বিভাগ, বেরোবি রংপুর), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মো:ইলিয়াছ প্রমানিক (পরিচালক ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর বেরোবি রংপুর) এছাড়া উপস্থিত ছিলেন প্রক্টর ও শিক্ষক বৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় ডঃ মুহাম্মদ শওকাত আলী বলেছেন, একজন শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ করে তুলতে একাডেমিক লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা অত্যন্ত জরুরী। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট খেলাধুলা, এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে পারেন । মাদক সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই সকলের সুশৃংখল ও সুন্দরভাবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার মাধ্যমে আনন্দ উপভোগ করবে এই প্রত্যাশা করেন। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২২ টি বিভাগ ও মেয়েদের ১৭ টি দল অংশগ্রহণ করছে।