৪ আগষ্ট ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র জনতার কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বের প্রতি একমাত্র সাংবাদিক সংগঠন রাজপথ প্রদক্ষিণ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের বাঁধা অপেক্ষা করে অবস্থান কর্মসূচি বাস্তবায়নে সংগতি প্রকাশ ও লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের নেতৃবৃন্দ।অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সাহসী ভুমিকা বৃহত্তর এ
নেতৃত্বে ছিলেন এফবিজেও এর চেয়ারম্যান এস এম মোরশেদ, মহাসচিব এস এম হানিফ আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এম ত্বোহা, অর্থ সম্পাদক ও সাপ্তাহিক নবজাগরণ সম্পাদক ও প্রকাশক মো আবু তাহের পাটোয়ারীসহ বিপুলসংখ্যক সাংবাদিক নেতৃবৃন্দ। উক্ত অবস্থান কর্মসূচি পালনকালে ডিবির হারুনের কঠোরবার্তা মোতাবেক কর্মসূচি চলা কালে একদল পুলিশ এসে অবস্থান কর্মসূচিকে বানচালের চেষ্টা করে অবশেষে
ডিবি ও পুলিশ কর্তৃক সংগঠনের ব্যানার ছিনিয়ে নেয়া হয় ও কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। গ্রেফতারকৃতদের পরে ঐ রাতেই ছেড়ে দেয়া হয়ে।সেদিন কর্মসুচি চলাকালিন সময়ে মারাত্মক আহত হন আবু তাহের পাটোয়ারী লাঞ্ছিত হন এস এম মোরশেদ গ্রেপ্তার হন মাওলানা মাসুদুননবী নুহু।সেদিনের কঠোর আন্দোলনের তোপের মুখে বাধ্য হয়ে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পাালিয়েে যেতে বাধ্য হয়।অগণিত ছাত্রজনতার রক্তক্ষয়ী জীবনের বিনিময়ে অর্জিত বিজয় স্বরণকালের চব্বিশের জুলাই বিপ্লবের ঐতিহাসিক বাস্তবতা ও তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইতিহাস।
উল্লেখ্য যে বিগত ষোল বছর যাবত এদেশের একদল অসাধু সুবিধাভোগী সংবাদ কর্মী স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে কাজ করে পুরো দেশ-জাতি ও মিডিয়াকে প্রশ্ন বিদ্ধ করে রেখেছিল। তাদের কারণে দেশ পুরো অবরুদ্ধ ছিল। স্বৈরাচার হাসিনার সকল প্রকার অপকর্মের বৈধতা দিয়ে জাতিকে অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিল। ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে ৪ আগষ্ট রবিবার ২০২৪ সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংহতি প্রকাশ ও অবস্থান কর্মসূচি পালন করে
স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে আন্দোলকে বেগবান করতে অগ্ৰণী ভুমিকা পালন করেছিল। পুলিশ প্রশাসন ও আওয়ামী সন্ত্রাসীদের আক্রমনের শিকার হয় এতে অনেক সাংবাদিক আহত হন ও পুলিশ অনেক সাংবাদিকে গ্ৰেফতার করে । পুলিশ দিনভর তাদের উপর অত্যাচার নির্যাতন চালাতে থাকে।বৈষম্য বিরোধী ছাত্র জনতার কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষে সাহস ও মনবল যোগাতে সংহতি প্রকাশ ও অবস্থান কর্মসূচিতে এ সময় ফেসিবাদ সরকারের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবের সামনে বক্তব্য রাখেন
ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান এসএম মোরশেদ;মহাসচিব এসএম হানিফ আলী;অর্থ সচিব মো:আবু তাহের পাটোয়ারী;আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমএম তোহা প্রমুখ নেতৃবৃন্দ।
ভারতের দাদাগিরি ও চরম অন্ধকার থেকে দেশের সার্বভৌমত্বকে সুরক্ষা এবং জাতির দুঃসময়ে অসীম সাহসী শতাব্দীর অন্যতম ব্যক্তিত্ব বাঙালি জাতির অন্যতম গর্ব অর্থনীতিবিদ নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের ধারাবাহিক সফলতায় বাংলাদেশ এখন অতিতের যে-কোনো সময়ের তুলনায় উচ্চ শিখরে অবস্থান করছে অত্যন্ত সম্মানের সহিত।এ সাফল্য অখুন্ন রাখতে সকল রাজনৈতিক অপসংস্কৃতি মতপার্থক্য হিংসা লোভ ভুলে একটি নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হবে ঐক্যবদ্ধ একটি জাতি।।