বোচাগঞ্জে বসতবাড়িতে আগুন লেগে নিঃস্ব কাঁচামাল ব্যবসায়ী, এলাকাবাসীর অভিযোগ ফায়ার সার্ভিসের দায়িত্বহীনতা। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নে বসতবাড়িতে আগুন লেগে সর্বস্ব হারিয়ে নিঃস্ব এক কাঁচামাল ব্যবসায়ী। সোমবার (৪ ডিসেম্বর) ইউনিয়নের নাফানগর দাখিল মাদ্রাসার সামনে আনুমানিক সন্ধা ৫ টা ৩০ মিনিটে কাঁচামাল ব্যবসায়ী মোঃ জামাল উদ্দীনের বসতবাড়িতে আগুন লাগে।
মোঃ জামাল উদ্দিন জানায়, অত্র ইউনিয়নের নাফানগর দাখিল মাদ্রাসার সামনে রেলের জায়গায় স্ত্রী, সন্তান সহ পাঁচ সদস্যের পরিবার নিয়ে তিনি বসবাস করতেন। তার সুলতানপুর বাজারে কাঁচামালের ব্যবসা রয়েছে। সোমবার সন্ধ্যায় পরিবারের সকল সদস্যরা বিভিন্ন কাজে বাড়ির বাইরে ছিলেন। ঠিক সে সময় গরুর ঘর হতে আগুনের সূত্রপাত হয়। সাথে সাথে এলাকাবাসী ৯৯৯ এ কল দিয়ে ফায়ার সার্ভিসকে জানায়। এ সময় এলাকাবাসী চেষ্টা চালায় আগুন নিভানোর। কিন্তু আগুনের তীব্রতায় তার সবকিছু পুরে ছাই হয়ে যায়। তিনটি টিনের ঘর, গোয়াল ঘরে বাঁধা গাভিন সহ ২টি গরু, বাড়ির সকল আসবাবপত্র ও কিছু জমানো টাকা সব পুড়ে এখন নিঃস্ব প্রায় তিনি। প্রায় আনুমানিক সর্বনিম্ন ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে তার।
এলাকাবাসী জানায়, ফায়ার সার্ভিসের দায়িত্বহীনতার কারণে মোঃ জামাল উদ্দিন আজ নিঃস্ব প্রায়। আগুন ধরার সাথে সাথে ৯৯৯ এ কল করে সেতাবগঞ্জ ফায়ার সার্ভিসকে অবগত করা হলেও ৫ থেকে ৬ কি.মি. দূরত্বের রাস্তা তারা আসতে সময় নেয় প্রায় ৪০ মিনিট। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে এবং এলাকাবাসী আগুনও নিভিয়ে ফেলেছে। ফায়ার সার্ভিসের ইউনিট ঐ এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ জনতার ক্ষোভের মুখে তারা আর ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
এ বিষয়ে সেতাবগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মোঃ নজরুল ইসলাম জানান, সোমবার বোচাগঞ্জ বাজারের হাটের দিন থাকায় ও সঠিকভাবে তথ্য দিতে না পারায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে তিনি দাবী করেছেন সঠিক তথ্য পাওয়ার ৮ মিনিটের মধ্যেই তার ইউনিট ঐ এলাকায় পৌঁছায়। কিন্তু বিক্ষুব্ধ জনতা তাদের ঘটনা স্থলে পৌঁছাতে দেয়নি। এতে তারা আগুনের কারন ও আগুনে ক্ষয়ক্ষতির পরিমানের কোন তথ্য জানতে পারেনি।