পঞ্চগড়ের বোদায় বোদা পৌর সভা খাদ্যশস্য বিক্রয়ের (ওএমএস) এর জন্য ডিলার নির্বাচনে উন্মুক্ত লটারি মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে বোদা উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজিরের সভাপতিত্বে লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাসুদা পারভীন, প্রেসক্লাব সভাপতি আমীর খসরু লাভলু সহ আবেদনকারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা । ৬ জন ডিলার নিবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু আবেদন ফরম নেই ১৪ জন যাচাই-বাছাই করে উপজেলা নির্বাহী কর্মকর্তা লটারি মাধ্যমে ছয় জন কে বিজয়ী ঘোষণা করেন ১। জনাব শাহাজান সিরাজ ২। আনিছুর রহমান ৩। তুফল ইসলাম ৪। মুন্না ইসলাম ৫। আফসারুল ইসলাম আফছার ৬। রম্ম ইসলাম।