মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে, ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে গতকাল ২০ই ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১ ঘটিকারের সময় বৃহস্পতিবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অবঃ) আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক মোল্লা, এবং বিদ্যালয়ের সে সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষকসহ, সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। সভায় শিক্ষার মানোন্নয়ন, পাঠদানের আধুনিক পদ্ধতি, ক্যান্টিনসহ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান এবং ক্যাম্পাসের সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও সমস্যাগুলো তুলে ধরেন। পাশাপাশি শিক্ষকগণ শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য নতুন কৌশল গ্রহণের প্রস্তাব দেন। সভাপতি মহোদয় শিক্ষার্থীদের মনোযোগী হয়ে পড়াশোনা করার আহ্বান জানান এবং শিক্ষকদের আরও দায়িত্বশীল হয়ে শিক্ষাদানের নির্দেশনা দেন। সভা শেষে সভাপতি মহোদয় সকলের মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। মতবিনিময় সভাটি অত্যন্ত ফলপ্রসূ হয় এবং এটি প্রতিষ্ঠানের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।