1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার নিয়ামতপুর রসুলপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রৌমারীতে পুলিশের অভিযানে ৫২ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা প্রস্তুত সোনারগাঁয়ে ঈদ-উল-আযহা উপলক্ষে ১৩টি অস্থায়ী পশুর হাটের জন্য ইজারা দরপত্র আহ্বান পরিবেশ ধ্বংসের দায়ে সাতকানিয়ায় অভিযান পরিচালনায় দুই ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরিচয় মিললো ৮দিন বয়সের শিশুটির কয়েকদিন টানা বৃষ্টিতে ডুবে গেছে ফসলি জমি, দিশেহারা কৃষক স্কুল পরিচালনায় অনিয়মের অভিযোগ, প্রধান শিক্ষকের দাবি ভিত্তিহীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দূর্ঘটনা সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের বার্ষিক সভায় গঠিত হলো এক্স-ক্যাপ ২০২৫ কার্যনির্বাহী কমিটি)

রাজাপুরে ভাঙা কালভার্টে ঝুঁকিপূর্ণ চলাচল, ভোগান্তিতে এলাকাবাসী

Jakaria Howlader
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

ভাঙা কালভার্টের ওপর কাঠের তক্তা বসিয়ে চলাচল করছে স্কুল-মাদ্রাসা ও কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। প্রতিদিন এই রাস্তা দিয়ে ট্রাক, পিকআপ, মহেন্দ্র, নছিমন, ভ্যান, অটো, মাইক্রোবাসসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহন চলাচল করে। কাঠের তক্তা দিয়ে কোনোভাবে ছোট যানবাহন পার হলেও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়ে গেছে।
ঝালকাঠি প্রতিনিধি:– ঝালকাঠির রাজাপুর উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের ছোট কৈবর্ত খালি গ্রামের  একটি ভাঙা কালভার্ট দিয়ে দীর্ঘদিন ধরে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও শিক্ষার্থীরা। রাজাপুর ফায়ার সার্ভিস মোড় থেকে নতুনহাট বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিদিন নানা ধরণের যানবাহন চলাচল করলেও, অর্ধেকের বেশি ভেঙে যাওয়া কালভার্টটি এখনো সংস্কার করা হয়নি।
ভাঙা কালভার্টের ওপর কাঠের তক্তা বসিয়ে চলাচল করছে স্কুল-মাদ্রাসা ও কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। প্রতিদিন এই রাস্তা দিয়ে ট্রাক, পিকআপ, মহেন্দ্র, নছিমন, ভ্যান, অটো, মাইক্রোবাসসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহন চলাচল করে। কাঠের তক্তা দিয়ে কোনোভাবে ছোট যানবাহন পার হলেও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিশেষ করে রাতের বেলা এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিকল্প রাস্তায় পণ্য পরিবহন করতে গিয়ে বাড়ছে খরচ। ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান, প্রায় তিন বছর ধরে কালভার্টটি ভাঙা থাকলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
সিকদারবাড়ি এলাকার ব্যবসায়ী মো. বেল্লাল মল্লিক বলেন, “এই ভাঙা কালভার্ট দিয়ে আমাদের প্রতিদিন চলাচল করতে হয়। আমরা চরম ভোগান্তিতে আছি। দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।”
যানবাহন চালক ও পথচারীদের দাবি, কালভার্টটি দ্রুত সংস্কার না হলে শিগগিরই এই সড়কের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com