জামালপুরের মাদারগঞ্জে মদিনা স্কুল এন্ড ফিউচার ক্যাডেট একাডেমি
বার্ষিক ক্রীড়া ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় পবিত্র কোরআন তেলওয়াত শেষে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সংক্ষিপ্ত আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া পরিচালনায় মাধ্যমিক শাখার প্রধান শাখার প্রধান শিক্ষক ফারুক হোসাইন ও প্রাথমিক শাখার প্রধান শিক্ষক শামছুদ্দিন সাদি। সার্বিক সহযোগিতায় সকল শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।
সময় অত্র প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল্লাহ আল বাকী, এটিএম আজিজুল হাকিম ও এটিএম বাবুল, হাফিজুর রহমান ও রাকিব হাসানসহ মাধ্যমিক ও প্রাথমিক শাখার শিক্ষক/শিক্ষিকাবৃন্দ,অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার ও উপস্থিত সকল শিক্ষার্থীদের মাঝে শান্তনা পুরুস্কার বিতরণ করা হয়।