শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২নং দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নে লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে প্রথম বারের মত শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে কেন্দ্রে অনুপস্থিত ছিল ২শিক্ষার্থী। মধ্যনগর কেন্দ্রে মোট ২৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে ২৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার্থীদের মধ্যে ছেলে ১৩১, মেয়ে ১৪১ জন। লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রের সদস্য সচিব শাহিন মিয়া জানান কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। নকল মুক্ত শান্তিপুর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। নকলরোধে একাধিক টিম মাঠে দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে ছিলেন মধ্যনগর থানার এসআই ইউসুফ আলী, এএসআই মাহিনুর মিয়া ও সঙ্গীয় ফোর্স।