নারায়ে তাকবির‚ আল্লাহু আকবার। ফিলিস্তিন‚ ফিলিস্তিন জিন্দাবাদ‚ জিন্দাবাদ। স্লোগানে মুখরিত সাকুচিয়া আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ প্রাঙ্গণ ও বাংলা বাজার এলাকা। ফিলিস্তিনের গাজায়‚ রাফাহ‚ ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্ররোচিত হামলার প্রতিবাদে সাকুচিয়া আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। মিছিলটি বাংলাবাজারের প্রধান সড়কগুলি ঘুরে আব্দুলা আল ইসলাম জ্যাকব কলেজ মাঠে এসে শেষ হয়। এ সময় মিছিল কারীরা ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় মিছিলে স্লোগানে স্লোগানে উত্তাল করে তুলেন কলেজ প্রাঙ্গণ ও বাংলা বাজার এলাকা। ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় ছাত্রদল ছাড়া আরো উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি‚ বৃহত্তর সাকুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান‚ মরহুম আলী মিয়া মাস্টারের উত্তরসূরী মনপুরা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক‚ মিজানুর রহমান কবির‚ সাবেক মনপুরা উপজেলা ছাত্রদল নেতা সোহরাব হোসেন‚নেতা মোহাম্মদ মামুন মিয়া, ছাত্রদল নেতা মোঃ শরিফ, সাবেক যুবদল নেতা মোশারফ হোসেন‚ উত্তর সাকুচিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি‚ আব্দুল্লাহ আল নোমান‚ সাবেক যুবদল নেতা কবির মিজি সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ। এসময় উপস্থিত বক্তারা ইসরাইল-ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানান। ইসরাইলি যত পন্য বাংলাদেশে আছে সকল পন্যকে বয়কট করার আহ্বান জানান