নতুন মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল এসেছে। বিদায়ী মন্ত্রিসভার ৩০ জন জায়গা পাননি নতুন মন্ত্রিসভায়। এবারও নতুন মন্ত্রিসভায় দিনাজপুর জেলার ১ জন পূর্ন মন্ত্রী ১ জন প্রতিমন্ত্রী জায়গা পেয়েছেন। এদের মধ্যে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসন থেকে নির্বাচিত আবুল হাসান মাহমুদ আলীকে দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে, দিনাজপুর -২ (বোচাগঞ্জ-বিরল) আসন থেকে নির্বাচিত খালিদ মাহমুদ চৌধুরীকে দেওয়া হয়েছে পূর্বের নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে। রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে থেকে কেবল দিনাজপুর জেলা থেকে এই দুই জন মন্ত্রী হয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ নিয়ে টানা চতুর্থবার ক্ষমতায় এলো দলটি। ভোটের পর গত ১০ জানুয়ারি দুপুরে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়। এদিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। আবুল হাসান মাহমুদ আলী।
নবম সংসদে তিনি কিছুদিনের জন্য তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। সরকারের হয়ে বিভিন্ন দেশের কুটনৈতিক মিশনে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। দশম জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন আবুল হাসান মাহমুদ আলী। ২০০১ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন এবং আওয়ামী লীগের নির্বাচনী কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৮ সাল থেকে নির্বাচিত হয়ে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনে ৩৪ হাজার ভোটের ব্যবধানে জয়ী চতুর্থ বারের মতো হয়েছেন নৌকা প্রতীকে।
আবুল হাসান মাহমুদ আলী ১৯৪৩ সালের ২ জুন দিনাজপুর জেলার খানসামার ডাক্তারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ১৯৬২ সালে বি.এ. এবং ১৯৬৩ সাল এম.এ. ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ে ১৯৬৪ থেকে ১৯৬৬ পর্যন্ত অর্থনীতির প্রভাষক ছিলেন। খালিদ মাহমুদ চৌধুরী।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন দিনাজপুর-২ (বিরল ও বেচাগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। খালিদ মাহমুদ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারী) দ্বাদশ জাতীয় সংসদের অধীনে নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে আজ শপথ নেন তিনি। খালিদ মাহমুদ চৌধুরী ১৯৭০ সালে ৩১শে জানুয়ারি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ধানতোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বি.কম ডিগ্রি অর্জন করেছেন।
খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর জেলার অন্যতম রাজনীতিবিদ ও বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রৌফ চৌধুরীর ছেলে। রৌফ চৌধুরীও দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) থেকে ১৯৯৬ সালের নির্বাচনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তিনি তৎকালীন সরকারের ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন।
পেশায় রাজনীতিবিদ খালিদ মাহমুদ চৌধুরী রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। প্রথম ২০০৮ সালে দিনাজুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হন। ২০১৪ সাধারণ নির্বাচনে তিনি পুনরায় দ্বিতীয়বারের জন্য সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
২০২৪ সালের ৭ ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে অংশগ্রহণ করে চতুর্থ বারের মতো ১ লাখ ৭৩ হাজার ৯১২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোট গ্রহণ হয়। নির্বাচনে ২২২টি আসনে জয় পায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি জয় পেয়েছে ১১ আসনে, স্বতন্ত্র প্রার্থী জিতেছে ৬২ আসনে। আর আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ কল্যাণ পার্টি জয় পেয়েছে একটি আসনে।
ReplyForward |