মহেশখালীতে এনজিও কর্মী অপহরন করে টাকা ছিনতাই মামলার আসামি দুলা মিয়ার পুত্র ছৈয়দ মিয়াকে ছোট মহেশখালী লম্বাঘোনা এলাকা তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে, মহেশখালী থানা পুলিশের একটি টিম
শনিবার ৫ এপ্রিল বিকাল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার অফিসার ওসি কাইচার হামিদের নেতৃত্বে, এসআই মুজিবুর রহমান, এসআই জিবন, পুলিশ কনস্টেবল আরিফ, ফরহাদ ও মিল্টন আসামি ছৈয়দ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হন।