খাগড়াছড়ির জেলার মাটিরাঙ্গায় উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৯.৩০ ঘটিকার সময় পৌরসভার ১ নং ওয়ার্ড ১০ নং মুসলিমপুরস্থ জনৈক মমরাজ আলীর বাগান থেকে মালিক বিহীন অস্ত্রটি উদ্ধার করা হয়।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. তৌফিকুল ইসলাম জানান, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা পৌরসভার মুসলিমপুরস্থ জনৈক মমরাজ আলীর বাগান থেকে মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় ১ টি এক নলা সচল কাটা বন্দুক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত থানা হেফাজতে রয়েছে। বিধি মোতাবেক অস্ত্রটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।