রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরের হাট এলাকায় চিনি ও ক্ষতিকারক কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুই কারখানার মালিককে জেল ও জরিমানা করা হয়েছে।
জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল গুড় ও সরঞ্জাম। গতকাল সোমবার “শুকুরের হাটে নকল গুড় তৈরির মহোৎসব” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে তা প্রশাসনের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে উপজেলার শুকুরের হাট পশ্চিম গেনারপাড়া এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান, স্যানিটারি অফিসার আব্দুল আউয়াল ও মিঠাপুকুর থানা পুলিশ। এ সময় কারখানার মালিক সাদেকুল বারীকে নকল ও ভেজাল গুড় তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অপর কারখানার মালিক রওশন আরা বেগমকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর আওতায় ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান চলাকালে কারখানা দুটি থেকে বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর ভেজাল গুড় এবং গুড় তৈরির কাজে ব্যবহৃত চিনি, রং ও বিভিন্ন রাসায়নিক সামগ্রী জব্দ করা হয়, যা পরবর্তীতে জনসম্মুখে বিনষ্ট করা হয়। তবে অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকার অন্যান্য কারখানার মালিকরা কারখানা বন্ধ করে সটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানালেও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তাদের দাবি, ফুলচৌকি খামারপাড়া সহ শুকরের হাটে এখনো বড় বড় কারখানা-গুলো সচল রয়েছে। কেবল দু-একটি অভিযান নয়, বরং এসব অসাধু চক্র নির্মূলে নিয়মিত তদারকি ও কঠোর আইনি ব্যবস্থার দাবি জানান। নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামান জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় খাদ্যে ভেজাল বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।