রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারনে দীর্ঘদিন পর্যটক শূন্য ছিলো পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। তবে আজ (২৬/০১/২০২৪ জানুয়ারি শুক্রবার) বছরের সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটেছে কুয়াকাটায়। দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকত এখন পর্যটকদের পদচারনায় মুখরিত। আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে বেঞ্চিতে বসে উপভোগ করছে প্রাকৃতিক সৌন্দর্য। কেউবা আবার ঘুরছেন ঘোড়ায় কিংবা ওয়াটার বাইকে। বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেলের কক্ষ। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। এতে অনেকটা উচ্ছসিত ব্যবসায়ীরা। আগতদের সার্বিক নিরাপত্তায় মাঠে ট্যুরিষ্ট পুলিশের তৎপরতা লক্ষ করা গেছে।
বেঞ্চি ব্যবসায়ীরা বলেন, এবছরে আজকেই বেশী পর্যটকের আগমন ঘটেছে। এভাবে পর্যটক আসলে আমরা পিছনের ঘারতি কেটে উঠতে পারব।ঢাকা সহদেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা জানান, রাজনৈতিক অস্হিরতা কমে যাওয়ায় পর্যটক বেড়েছে, তবে শীত কমলে আরো বাড়বে।হোটেল মোটেল ব্যবসায়ীরা জানান, এই বছর আজকে ভাল পর্যটকের আগমন ঘটেছে। প্রায় হোটেলে রুম বুকিং রয়েছে।টুরিস্ট পুলিশ বলেন, আমরা পর্যটকের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত আছি। বিগত দিনের চেয়ে আজকে প্রচুর পর্যটক বেড়েছে।