মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামে ৬ বছরের এক শিশুকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগ উঠেছে ৪৫ বছর বয়সী এক প্রতিবেশীর বিরুদ্ধে।সোমবার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে বাড়ির পাশের একটি দোকান থেকে কেক কিনে ফেরার পথে ওই প্রতিবেশী তাকে যৌন নির্যাতনের চেষ্টা করার অভিযোগ স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া যায়। স্থানীয় সুত্রে জানা যায়, শিশু টি বাড়ি থেকে কেক কিনার জন্য দোকানে যায়। দোকান থেকে বাড়ি ফিরার পথে নিরব এলাকায় শিশুটিকে একা পেয়ে ইয়াসিন মিস্ত্রি জরিয়ে ধরে। এক পর্যায়ে শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত ইয়াসিন মিস্ত্রি কৌশলে পালিয়ে যায়। অভিযুক্ত ইয়াসিন মিস্ত্রি পোড়াচক বাউশিয়া গ্রামের মোঃ দেলোয়ার হোসেন কুট্টি মিয়ার ছেলে বলে জানা যায়। এ ঘটনায় এলাকার সর্বসাধারণের মাঝে উত্তেজনা বিরাজ করছিলো। কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় বলে নিশ্চিত করে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, সোমবার রাত সাড়ে এগারটায় অভিযুক্ত ব্যাক্তিকে আটক করে থানায় নিয়ে আশা হয়েছে। আইন আনুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।