বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউরিয়নে প্রবাসীর স্ত্রী মরিয়ম (৩৮) ও সোবাহান (৪৫) নামের এক যুবক অসামাজিক কাজে জন্য ঘরে প্রবেশ করলে এলাকাবাসী তাদের আটক করে। পরে বিষয়টি জানতে স্থানীয় মেম্বর জাবেদ আলী গেলে প্রবাসীর স্ত্রী মরিয়ম ও পরকিয়া প্রেমিক সোবাহান এবং তাদের সহযোগী সবুজ মারধর করে।শুক্রবার দুপুরে বিরইল গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে মেম্বর জাবেদ আলী বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ সুত্রে জানা যায়, প্রবাসীর স্ত্রী দীর্ঘদিন ধরে বিরইল গ্রামে অসামাজিক কাজ করে আসছে। এ নিয়ে এলাকায় কয়েকবার বৈঠকও হয়েছে। শুক্রবার সকালে আবারও প্রবাসীর স্ত্রী মরিয়ম ও সোবাহান বিরইল গ্রামে বুলবুলিদের বাড়িতে অসামাজিক কাজের জন্য যায়। এলাবাসী বিষটি দেখে তাদের আটক করে স্থানীয় জনপ্রতিনিধি (মেম্বর) জাবেদ আলীকে খবর দেয়।
সেখানে বিষয়টি জানতে বাড়ির ভেতরে গেলে পরকিয়া প্রেমিক সোবাহান, সহযোগি সবুজ ও প্রবাসীর স্ত্রী মরিয়ম মেম্বর জাবেদ আলীকে মারধর করে। তখন স্থানিয়রা বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়। সেখানে ব্যপক উত্তেজনা সৃষ্টি হয়। মেম্বর পরিস্থিতি শান্ত করে জুমার নামাজের পর বিচার করবে বলে আটকে রেখে নামাজ পড়তে যায়। তখন তারা ফাঁকা পেয়ে সাবাহান আলী সোবা বাড়ীতে যাওয়ার কথা বলে দরজা খুলে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে মেম্বর জাবেদ আলী বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।